নিজস্ব প্রতিবেদক ..
৬ আগস্ট, শনিবার সকাল ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত ও দুইজন আহত হয়েছে।
পাংশা উপজেলার আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকার পাংশা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালকের নাম ইউসুফ প্রামানিক (৫০)। তিনি ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকার বাসিন্দা। ইউসুফের বাবার নাম হানিফ প্রামানিক। আহত দুজন হলো নিজাম উদ্দিন (৫৫) ও সুমন হোসেন (৩৮)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে জ¦ালানি নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। জ¦ালানি তেল নিয়ে আঞ্চলিক মহাসড়কে উঠার সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকের চালক বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়। এছাড়া আরও বাসের দুইযাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছু সময় পরে ট্রাক চালক মারা যান। অপর দুইজনকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাশফিয়া জেসমিন বলেন, ইউসুফ নামের ওই ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার তিন-চার মিনিটের মধ্যে মারা যায়। অপর দুইজনের শরীরের সেলাই দেওয়া হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত। নাজিম ও সুমন নামে দুই ব্যক্তি প্রাথমিক সেবা গ্রহণ শেষে চলে গেছেন।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন মোল্লা বলেন, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। ঘাতক বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
Leave a Reply