নিজস্ব প্রতিবেদক ..
রাজবাড়ীতে বিকাশ প্রতারণার শিকার হয়েছে এক সিঙ্গাপুর প্রবাসী। তাঁর খোঁয়া গেছে ৩৯ হাজার ৫০০টাকা। এবিষয়ে বুধবার রাতে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
ভূক্তভোগি যুবকের নাম হাবিবুর রহমান (৪০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রামের বাসিন্দা। হাবিবুরের বাবার নাম আবদুর রহিম।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে। ফোনের অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তি নিজেকে বিকাশ অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। আমার একাউন্টটি বন্ধ হয়ে গেছে তিনি আমাকে জানানো হয়। আমার বিকাশ একাউন্টটি সচল করার জন্য কৌশলে আমার কাছ থেকে বিকাশের পিননম্বরটি নিয়ে নেয়। এরপর আমার বিকাশ একাউন্ট থেকে অজ্ঞাত ওই ব্যক্তি ২৫ হাজার টাকা সেন্ড মানি এবং ১৪ হাজার ৫০০ টাকা ক্যাশ আউট করেছে।
হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার আমি একটি দোকান থেকে টাকা তুলেছি। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে বাড়িতে এসেছি। এভাবে প্রতারণার স্বীকার হবো তা আগে থেকে বুঝতে পারি নাই। আমার সঙ্গে খুব আন্তরিক ও অফিসিয়াল ভাষা ব্যবহার করা হয়েছে। আমি সরল বিশ^াসে আমার পিননম্বরটি বলে দিয়েছে। পরে জানতে পারি আমার ৩৯ হাজার ৫০০ টাকা খোয়া গেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিকাশ প্রতারণার স্বীকার এক যুবক রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এবিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply