রাহিম মোল্লা
৪ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামে মাঠে ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোরের নাম মো. আসাদ মন্ডল (১৬)। আসাদের বাবার নাম মো. আবু বক্কার মন্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ বাড়ির পাশে ধান খেতে ধানের চারা রোপণ করতে ছিল। এসময় আকাশে সামান্য বৃষ্টি ও বজ্রপাত হয়। মুহুর্ত্বে আসাদ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টার্ফ নার্স আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, দুপুর ২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্ত হাসপাতালে পৌছানোর আগেই আসাদ মারা গেছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply