সৌরভ চক্রবর্তী
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে রাজবাড়ীর ক্যারিয়ার ক্লাবের (Career Club of Rajbari ) উদ্যোগে সপ্তাহব্যপি কর্মসূচি নেওয়া হয়েছে। এরই ধারাবাহিতকায় ১০ সেপ্টেম্বর, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
ক্যারিয়ার নিয়ে ধারণা, করোনাকালীন ছুটি কাটিয়ে পড়ালেখার মধ্যে আবার যুক্ত হওয়া নিয়ে শুরুতে একটা সেশন নেওয়া হয়। পাশাপাশি ১০ জন বয়স্ক মহিলার মাঝে সাক্ষরজ্ঞান প্রদান করা হয় । তাদের হাতে একটি করে ফলজ উদ্ভিদ তুলে দেওয়া হয়।
এছাড়া শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ৩ জন বিশিষ্ট মানুষকে শিক্ষা সম্মাননা-২০২১ প্রদান করা হয়। শিক্ষা সম্মাননা-২০২১ প্রাপ্তরা হলেন প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকআঞ্জুমান আরা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন,, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক রেজাউল করিম, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি শাহরিয়ার হক শিমুল।
অনুষ্ঠান শেষে একটি ভালো কাজের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ লাগানো হয়।
Leave a Reply