শেখ ফয়সাল
রাজবাড়ীতে যৌনকর্মীদের জীবন জীবিকার উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অবহিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্ব, মঙ্গলবার সকাল ১১টায় শহরের হাসপাতাল সড়কের এক নম্বর বেড়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্লাজায় এই সভার আয়োজন করা হয়। চীনের রেডক্রসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। এতে বক্তব্য দেন সংস্থাটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন, সেক্রেটারি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনা, পর্যবেক্ষণ, মূল্যায়ণ ও প্রতিবেদন কর্মকর্তা (পিএমইআর) আফরোজা সুলতানা, পিএমইআর কর্মকর্তা আসিফ আলমাস আল মামুন, উন্নয়নবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য শেফালী খাতুন, সাকিল সরদার প্রমূখ। এসময় যুব রেডক্রিসেন্টের সদস্য ও স্বেচ্চাসেবকরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, দেশের অন্যতম পতিতাপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াতে অবস্থিত। করোনার কারণে যৌনকর্মীদের আয় কমে গিেেছ। অনেকে মানবেতর ভাবে জীবনযাপন করছে। প্রকল্পের আওতায় যৌনকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়া যৌনকর্মীদের বিকল্প পেশা হিসেবে সেলাই, বিউটি পার্লার, অনলাইন ব্যবসা করার প্রশিক্ষণ দেওয়া হবে। এক বছর মেয়াদী প্রকল্পটি আগামি বছরের ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
Leave a Reply