নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাহেন্দ্রের মধ্যে বাঁশ ঢুকে স্বর্ণা খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্বর্ণা বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম রহমান মিয়া। স্বর্ণা রাজবাড়ী গোল্ডেশিয়া জুটমিলের শ্রমিক। এসময় আরও দুই শ্রমিক আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি ইউপি সদস্য বাচ্চু প্রধান বলেন, রাজবাড়ীর গোল্ডেশিয়া জুটমিলের শ্রমিকবাহী মাহেন্দ্রের মধ্যে সড়কের পাশে থাকা বাঁশ ঢুকে এ দুঘর্টনা ঘটে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply