আবদুল হালিম বাবু..
২৭ জুলাই, বুধবার বিকেলে রাজবাড়ী জেলা মহিলা পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পান্না চত্বরে সংগঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত। এতে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা, আইনজীবী কমলাকান্ত চক্রবর্তী, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবাহুতি চক্রবর্তী, সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির সাবেক সভাপতি লাইলী নাহার, কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ, সমকালের প্রতিনিধি সৌমিত্র শীল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস।
স্বাগত বক্তব্য দেন আইনজীবী নাজমা সুলতানা। সভা পরিচালনা করেন লিগাল এইড বিষয়ক সম্পাদক রেহেনাজ পারভীন।
বক্তারা বলেন, বাংলাদেশে বাল্যবিবাহের হার বেড়ে গেছে। বিশেষ করে করোনাকালীন সময়ে বাল্যবিবাহ বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। বাল্যবিবাহের ফলে শিশুটির জীবন হুমকির মূখে পড়ে। অনেক সময় বাচ্চা প্রসব করার সময় মা মারা যায়। আবার অকালে গর্ভধারণ করার কারণে অপুষ্টিতে ভোগে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের সচেতন হতে হবে।
Leave a Reply