নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে রোববার সকাল সাড়ে ১১টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এতে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সালাহউদ্দিন, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন প্রমূখ। সভায় উপজেলা পরিষদেও চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভার শুরুতে সবার সঙ্গে কুশলাদি বিনিময় করা হয়। এরপর জেলা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply