নিজস্ব প্রতিবেদক ..
রাজবাড়ীতে ২১সদস্যবিশিষ্ট নাগরিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জ্যোতি শংকর ঝন্টু সভাপতি ও ফকীর শাহাদত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাত ৯টায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন উপলক্ষে শহরের ভাজনচালায় জেলা ওর্য়াকার্স পার্টির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সদ্যবিদায়ী আহ্বায়ক জ্যোতি শংকর ঝন্টু।
সভায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টিরস (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি মুনিরুল হক, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, জাতীয় গণফ্রন্টের সম্পাদক সুশান্ত কুমার রায়, আওয়ামীলীগের নেতা লিয়াকত চৌধুরী, সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ কুমার সরকার প্রমূখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নাগরিক কমিটির ১৯জনের নাম ঘোষণা করা হয়। বাকী দুইজনকে পরে কো-অপ্ট করা হবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আবদুস সামাদ মিয়া, মুনিরুল হক, সহসাধারণ সম্পাদক লিয়াকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেমস হালদার, সাংস্কৃতিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মহিতুজ্জামান বেলাল, অর্থসম্পাদক মনিরুজ্জামান পলাশ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এজাজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. আবদুল মান্নান, প্রচার সম্পাদক সৌমিত্র শীল। কমিটির কার্র্যনির্বাহী সদস্যরা হলেন আরমান আলী, সুশান্ত কুমার রায়, অরুণ কুমার সরকার, কাদের বক্স, আইনজীবী মাহাবুর রহমান, স্বপন দাস ও অর্পনা রায়।
Leave a Reply