রাজবাড়ীতে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভূলে রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা ডা. রতন ক্লিনিকের মালিককে মারধর করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতের নাম ফিরোজ কাজী (৪৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ফিরোজ রাজবাড়ী শহরে একটি ফলের দোকানে শ্রমিকের কাজ করতেন।
নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, আমার স্বামীর গলায় কয়েকদিন ধরে ব্যাথা ছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ডা. রতন ক্লিনিকে নিয়ে আসি। সেখানে ডাক্তার দেখানো হয়। কয়েকটি পরীক্ষা দেয়। পরীক্ষা করানোর পর দুপুরে তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়। ভর্তি করার পর চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলে। ১৫ হাজার টাকার বিনিময়ে অপারেশন করার কথা ফাইনাল হয়। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে একবার বলা হয় আমার স্বামীকে ঢাকায় নিতে হবে। আমরা ভেতরে যেতে চাইলে যেতে দেওয়া হয়নি। পরে জানতে পারি আমার স্বামী মারা গেছে। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।
Leave a Reply