শেখ ফয়সাল
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে । এনিয়ে ১০ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত রাজবাড়ীতে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪০৯ জন।
সবশেষ ৭ সেপ্টেম্বর ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয় । তাদের মধ্যে ১৪ জন পজেটিভ শনাক্ত হয়৷
নতুন শনাক্ত রোগীদের মধ্যে সব থেকে বেশি রাজবাড়ী সদর উপজেলায়। সদর উপজেলা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১০ জন। এছাড়া পাংশা উপজেলায় চারজন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছে ৭২ জন। এরমধ্যে সব থেকে বেশি মারা গেছে রাজবাড়ী সদর উপজেলায়।
সুস্থ হয়ে বাসায় ফিরেছে দশ হাজার ১১৬ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২০৬ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন৷
রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীতে প্রথম করোনা শনাক্ত হয় ১১ এপ্রিল। এপর্যন্ত ৩৯ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এদের মধ্যে ১০ হাজার ৪০৯ জন পজেটিভ শনাক্ত হয়েছে।
মোট পজেটিভ রোগীর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ হাজার ১৪৩ জন, পাংশা দুই হাজার ৫৯১ জন, কালুখালী ৭৭০ জন, বালিয়াকান্দি ৭৯১ জন এবং গোয়ালন্দ এক হাজার ১১৪ জন৷
Leave a Reply