1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 5:10 am

রাজবাড়ী পৌরসভার ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

  • সর্বশেষ আপডেট Saturday, July 2, 2022
  • 116 মোট ভিউ

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় পৌরসভা কক্ষে বাজেট সভার আয়োজন করা হয়।

বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, নির্বাহী প্রকৌশলী এস এম মহম্মদ আলী, হিসাব রক্ষক মোকলেছুর রহমান, পৌর কাউন্সিলরবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের পরিমান ১০৮ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা। মোট রাজস্ব আয় ১৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা। মোট উন্নয়ন আয় সাত কোটি ১৫ লাখ টাকা। মোট প্রকল্পসমূহ থেকে আয় ধরা হয়েছে ৮৪ কোটি সাত লাখ টাকা। মোট মূলধন থেকে আয় এক কোটি ৩৬ লাখ টাকা।

মেয়র আলমগীর শেখ তিতু বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বাজেট। পৌরসভার নাগরিক জীবনমান ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে এই বাজেট প্রস্তাব করা হয়েছে। কারও আপত্তি থাকলে তা জানাতে পারবেন। পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা আনতে বিভিন্ন প্রকল্প আনার প্রক্রিয়া চলছে।’

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host