প্রতিনিধি, রাজবাড়ী
ফরিদপুর সারদা সুন্দরী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সোয়া ৪টায় তিনি মারা যান। ২৪তম বিসিএসের এই শিক্ষা ক্যাডারের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। মারা যাওয়ার সময় তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাযা নামাজ শুক্রবার রাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে দাফন করার কথা রয়েছে।
Leave a Reply