নিজস্ব প্রতিবেদক,
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গবাদীপ্রাণি এবং হাঁস-মুরগি ও পাখির খামার স্থাপনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা অচিন্ত কুমার বিশ^াস, ভেটেরিনারী মাঠ সহকারী খন্দকার সমীর, ঘাষ চাষ সম্প্রসারণ প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোজাম্মেল হক, বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান প্রমূখ। এতে বসন্তপুর ইউনিয়নের ৪০জন নারী খামারী অংশগ্রহণ করেন। এসময় বিনামূল্যে পোল্ট্রি ভ্যাক্সিনেশন এবং গবাদীপশুর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বক্তারা বলেন, খামারীদের দোরগোড়ায় প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সেবা পৌঁছে দিতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে করে প্রান্তিক পর্যায়ের খামারীরা বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পাবে। তাদের কার্যক্রম আরও ভালো ভাবে সম্পাদন করতে পারবে। আমাদের পশু খাদ্য হিসেবে উন্নত জাতের ঘাসের ব্যবহার করতে হবে। এতে করে খরচ কমে আসবে। একক খাদ্যের ওপর নির্ভরতা কমাতে হবে।
Leave a Reply