রাহিম মোল্লা
আজ ১২ মে আন্তর্জাতিক দিবস । আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হবে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সদস্য, এডভোকেট রহিমা খাতুন লিলি, মোহাম্মদ আলী, কাজী হারুন-অর-রশিদ। কলেজের কোষাধক্ষ্য রুস্তম মোল্লা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাসেল খান, নার্সিং ইন্সটেক্টর শিল্পী বৈরাগী ও কাবেরী আহমেদ লোপা। এবং অত্র প্রতিষ্ঠান সকল শিক্ষার্থী বৃন্দ ।
Leave a Reply