নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পরিবারের জন্য বাজার সদাই নিয়ে বাড়িতে ফিরতে পারলেন না এক কৃষক। সৈয়দ আলী শেখ (৪৫) নামে ওই কৃষক পথে বজ্রপাতে মারা যান। তিনি উপজেলার স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত সকির উদ্দিনের ছেলে।
স্কুল শিক্ষক পবিত্র দাস বলেন, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে সৈয়দ আলী শেখ উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজার থেকে বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। বাজারের অদুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে যাওয়ার সময় হঠাৎ করেই বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এসময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। তাদেও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বজ্রপাতে কৃষকের মৃত্যুও সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply