নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল সোমবার রাজবাড়ী শহরের মারোয়ারি পট্টি এলাকায় অভিযান চালিয়ে এক ভূয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সঞ্জয় কুমার সাহা। তিনি বাণী ডেণ্টাল কেয়ার নামে এক প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের উদ্যোগে সোমবার দুপুরে রাজবাড়ী শহর কায়াপট্টি, দাদশী বাজার ও বেলগাছি পাষান মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা না থাকা, অনুমোদন না থাকা এবং অপচিকিৎসায় অর্থ, জীবন ও স্বাস্থ্যেও হানি ঘটানোর মতো কার্যক্রম পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক এবং রাজবাড়ী সদর থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।
Leave a Reply