নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে বৃহস্পতিবার ক্লিনিক ও ফার্মেসীতে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বিপুল শিকদার ও ফরিদপুর র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক এবং র্যাব-৮ এর একটি দল।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলা ক্লিনিক দুটোর পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এছাড়া তাদেও প্রয়োজনীয় কাগজপত্রও ছিলো না। এই অভিযোগে শহরের সদর হাসপাতালে রোডের সাদিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও খানখানাপুরের নুর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে রাফী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার আলম স্টোর নামে একটি ফার্মেসীতে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা হচ্ছিলো। যৌন উত্তেজক ওষুধ বিক্রি করার অভিযোগে ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply