1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 4:58 am

রাজবাড়ীতে পুলিশের উদ্যোগে গৃহ হস্তান্তর

  • সর্বশেষ আপডেট Monday, April 11, 2022
  • 130 মোট ভিউ

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল রোববার প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে একযোগে দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে সকাল ১১টায় পুলিশ লাইনের ড্রিলসেডে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, সিভিল সার্জন মেহাম্মদ ইব্রাহিম টিটন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা পাঁচটি উপজেলায় একটি করে তিন কক্ষবিশিষ্ট পাকা ঘর নির্মাণ করেছি। আমরা এই ঘর পাঁচটি এমন মানুষদেরকে দিচ্ছি যাদের কোন ঘর নেই। অন্যের বাড়িতে থাকতে হতো। প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এরই সাথে প্রধানমন্ত্রী একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করেছেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। যেখানে নারী পুলিশ থাকবে এবং এসকল মানুষ আসলে তাদের সেবা দিবে। আরও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার জন্য এই কার্যক্রম চালু করা হয়েছে।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host