নিজস্ব প্রতিবেদক
বুধবার বিকেলে ‘দুনিয়ার মজদুর এক হও’ ¯েøাগান সামনে রেখে ছয়দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হোটেল শ্রমিকদের সংগঠন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দাবিগুলো হলো ‘রমজানের পবিত্রতার নামে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ করতে হবে, সকল বকেয়া মজুরী পরিশোধ করতে হবে, মজুরী বোর্ড গঠন করে বাঁচার মতো ন্যুনতম মূল মজুরী নির্ধারণ করতে হবে, বেকার শ্রমিকদের বেকার ভাতা প্রদান করতে হবে, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, সমবেতনে ছুটিসহ উৎসব ভাতা চালু করতে হবে’।
কর্মসূচির শুরুতে শহরের রেলগেট এলাকায় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আবদুর জলিল। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রবিউল আলম, সংগঠনের যুগ্ম আহŸায়ক আবদুর রহিম মন্ডল, মামুন শেখ, গণেশ চন্দ্র দাস প্রমূখ। কর্মসূচিতে সংগঠনের নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহন করে।
বক্তারা বলেন, আমরা দিনরাত পরিশ্রম করি। মাথার ঘাঁম পায়ে ফেলি। আমাদের বিশ্রামের সুযোগ পাই না। কিন্তু যখন তখন আমাদের চাকরি চলে যায়। আমাদের বেকার হয়ে বসে থাকতে হয়। অবিলম্বে আমাদের দাবি মানতে হবে।
Leave a Reply