ফয়সাল সেখ
রাজবাড়ীতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আইনজীবী ইমদাদুল হক বিশ^াস। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া বেগম।
অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পী। পুরো অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply