নিজস্ব প্রতিবেদক
২ মার্চ বুধবার সকালে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করা হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শহরের অফিসার্স ক্লাবের সামনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা নতুন কয়েকজন ভোটারকে জাতীয় পরিচয়পত্র প্রদান করেন। এছাড়া শ্রীপুরে অবস্থিত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটারদের বিভিন্ন ধরণের তথ্য ও সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।
Leave a Reply