নিজস্ব প্রতিবেদক..
২ মার্চ, বুধবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গৌতম চক্রবর্তী। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহŸায়ক লিয়াকত আলী। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ নাসিরুল হক, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আসলাম মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সেলিম ভূইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জামিল হোসেন প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির নেতা রেজাউল করিম ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান। সমাবেশে বিএনপি, যুবদল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিশৃঙ্খলা এড়ানোর জন্য সমাবেশের আশেপাশে পুলিশ মোতায়েন করা ছিল।
সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকারের সময় মানুষ শান্তিতে ছিল। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম ছিল। তখন চাল ছিল ১৪ টাকা কেজি। এখন পাঁচগুণ বেড়ে ৭০ টাকা হয়েছে। একই ভাবে সব পণ্যের দাম বেড়েছে। সস্তাদামে পেঁয়াজ কিনতে হাজার হাজার মানুষ টিসিবির গাড়ির পিছনে ছুটছে। দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্টা করতে হবে। সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবি বাস্তবায়ন করতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে।
Leave a Reply