নিজস্ব প্রতিবেদক.
১ মার্চ মঙ্গলবার, সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রাজবাড়ী সদরের প্রশিক্ষণ কক্ষে গবাদিপশু ও হাসমুরগির সুষম খাদ্য তৈরি এবং এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতার মাধ্যমে টেকসই খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সূচনা অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ দিন ব্যাপী এই কার্যক্রমের শুভসুচনা করেন রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম।
উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ, ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শামসুর রহমান সুমন এবং সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ নাজিউর রহমান।
প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব সাইফুল ইসলাম সোহাগ, সেশন শেষে বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী আতিকুল ইসলাম চৌধুরী রতন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) খন্দকার সমীর; প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ) বিথী খাতুন, মোঃ রুহুল আমিন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারি এবং প্রশিক্ষণার্থী খামারিবৃন্দ।
মূল প্রবন্ধ এবং অতিথিগণ বক্তব্যে বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এর ক্ষতিকর প্রভাব নিয়ে বাংলাদেশে এবং বিশ্বে সোচ্চার। এএমআর এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এখনই সচেতন না হলে অচিরেই আরেকটি বৈশ্বিক মহামারী দেখা দিতে পারে।”
এছাড়াও প্রশিক্ষণার্থীদের মডেল ফার্মিং সিস্টেম সম্পর্কে সম্যক ধারনা দিতে তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি অডিও ভিজুয়াল, ব্যবহারিক এবং দুইটি মডেল খামার পরিদর্শণের ব্যবস্থা রয়েছে বলে বক্তারা জানান।
Leave a Reply