1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
March 27, 2023, 10:34 pm

সিপিবি’র দ্বাদশ কংগ্রেস সমাপ্ত, ১০ নতুন মুখ

  • সর্বশেষ আপডেট Tuesday, March 1, 2022
  • 244 মোট ভিউ

কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক.

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দ্বাদশ কংগ্রেস গতকাল ২৮ফেব্রুয়ারি ২০২২, সোমবার মধ্যরাতে নতুন কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোলকমিশন নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

কংগ্রেসের চতুর্থ দিন দ্বাদশ অধিবেশনে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিতহয়। কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করে যে পরবর্তী কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চসদস্য সংখ্যা হবে ৪৯ জন। যাদের মধ্য থেকে কংগ্রেসে ৪৩ জন নির্বাচিতহবেন। ৬টি সদস্যপদ, পরবর্তীতে কো-অপশন করে পূরণ করা হবে। সেইসিদ্ধান্ত অনুসারে কংগ্রেসে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যগণ হলেন- ১. মুজাহিদুল ইসলামসেলিম, ২. মোহাম্মদ শাহ আলম, ৩. কাজী সাজ্জাদ জহির চন্দন, ৪. লক্ষ্মীচক্রবর্তী, ৫. রফিকুজ্জামান লায়েক, ৬. শাহীন রহমান, ৭.মিহির ঘোষ, ৮.অনিরুদ্ধ দাশ অঞ্জন, ৯. আবদুল্লাহ আল ক্বাফী রতন, ১০.আহসান হাবিব লাবলু, ১১.রুহিন হোসেন প্রিন্স,১২.জলি তালুকদার,১৩. অধ্যাপক এম এম আকাশ,১৪.মৃণাল চৌধুরী, ১৫.অ্যাড. মণ্টু ঘোষ, ১৬. মো. এনামুল হক, ১৭. ডা. দিবালোক সিংহ,১৮. অ্যাড. এমদাদুল হক মিল্লাত, ১৯. মনিরা বেগম অনু, ২০. ডা.ফজলুর রহমান, ২১.অ্যাড.সোহেল আহমেদ, ২২. অ্যাড. মাকছুদা আখতার লাইলি,২৩. কাজী রুহুল আমিন, ২৪. এস এ রশীদ, ২৫. রাগিবআহসান মুন্না, ২৬. ডা. মনোজ দাশ, ২৭. ডা. সাজেদুল হক রুবেল,২৮.মো. কিবরিয়া,২৯. অ্যাড. আনোয়ার হোসেন রেজা, ৩০.আবিদ হোসেন, ৩১. অ্যাড. আইনুন নাহার সিদ্দিকা লিপি, ৩২.অ্যাড. মহসিন রেজা, ৩৩. মোতালেব মোল্লা, ৩৪. প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, ৩৫. সুব্রতা রায়, ৩৬. শামছুজ্জামান সেলিম, ৩৭. হাসান তারিক চৌধুরী, ৩৮. লাকী আক্তার, ৩৯. কাবেরী গায়েন, ৪০. এ এনরাশেদা, ৪১. লুনা নূর, ৪২. আসলাম খান, ৪৩. মানবেন্দ্র দেব।

পার্টির বিধান অনুসারে নবনির্বাচিত কমিটির সভায় পার্টির সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কর্মকর্তা নির্বাচন করা হবে।

আগামী ৪ মার্চ ২০২২, শুক্রবার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিতহবে।

কংগ্রেসে ৭ সদস্য বিশিষ্ট কন্ট্রোল কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কংগ্রেস কন্ট্রোল কমিশনের ৫ জন সদস্য নির্বাচন করেছে। কন্ট্রোলকমিশনের সদস্যগণ হলেন- কমরেড মাহাবুবুল আলম,কমরেড কাজী সোহরাব হোসেন, কমরেড অধ্যাপক ডা. মো. আবু সাঈদ, কমরেড অধ্যক্ষ আবু হোসেন এবং কমরেড সুজাত আলী।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host