1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
March 28, 2023, 12:18 am

বাঁচতে দাও দেখি

  • সর্বশেষ আপডেট Saturday, February 26, 2022
  • 144 মোট ভিউ

বাড়ি ভাড়া দিতে হয় না, মফস্বলের জীবন, তাও মাস চলে না ৫০ হাজারেও। মধ্যবিত্ত জীবন! দেখলে হবে? খরচা কমাও। একবার বাড়লে তা কে কমাতে পারে আর? অতএব আন্দোলনে যাও, সরকারকে চাপ দাও, পে স্কেল, মহার্ঘ্য, বেতন বৃদ্ধি, কমিশন গঠন, দ্রব্যমূল্য, তেলের মূল্যে কাল ঘাম ছুটছে।

নিজের জীবন, নিজের ফ্যামিলি নিজে এফোর্ড করতে না পারলে পরাজিত হয়ে যাও, কত মানুষই তো পরাজিত জীবন কাটায়।

ঘ্যানঘ্যান করো না কানের কাছে ৷ নিজে থাকি হাজার সমস্যায় ৷ বাঁচতে দাও দেখি।

দেখছো তো উদয়াস্ত আমাকেও খাটতে হয়। কান্না গিলতে গিলতে নাস্তা, লাঞ্চ বক্স বাঁধতে হয়। তারপর দৌড় শুরু৷ রোগ, শোক, অসুখ, জরা, দ্বিধা দ্বন্দ্ব, পাপ পূন্যের সতর্ক হিসাব, সংসারে ক্যাচাল কত কত ইচ্ছা স্বপ্ন, গলা টিপে মেরে অথবা কোৎ করে গিলে ফেলেও তো তো কাব্য করে বলতে হয় অবসরে – তারপরও, সবকিছুর পরও জীবন সুন্দর৷

বলতে শুনছো একবারও আমার আর বাঁচার ইচ্ছা নাই?

তুমি আমি আসলে আমাদের নিজেদের কৃতকর্মের রিফ্লেকশন। তুমি আমিই আমাদের জীবনকে জটিল করি দোষ দেই অন্যের বা ভাগ্যের৷ কিছু জিনিস তোমার আমার হাতে থাকবে না ভুগতেই হবে। তারপর এটা মেনে নিয়েই জীবনে থাকতে হবে যদি তুমি খুব বেশি ভীতু না হও, মেনটালি স্ট্রং হও তাহলে লড়ে যাও মাঠে থেকে, পালিয়ো না। আর না পারলে কাউরে বদার কোর না অযথা

কৃতজ্ঞতা. শায়লা তাবাসসুম নেওয়াজ

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host