নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম প্রহরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ খুঁশি রেলওয়ে মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন, জাতীয় পার্টি, পঞ্চভাস্কর, জাসদ প্রভৃতি সংগঠনের উদ্যোগে পুস্পমাল্য অর্পন করা হয়।
সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে শোকর্যালি বের করা হয়। র্যালিটি ও বিএনপির কার্যালয় থেকে শোকর্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির ব্যানারে প্রথমে পুস্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পরে জেলা বিএনপির আহŸায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব কামরুল আলমের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠী, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা, মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন, পুনাক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা
Leave a Reply