ফয়সাল সেখ.
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে প্রভাত ফেরি ও শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে বন্ধুসভার বন্ধুসভায় শহরের প্রধান সড়কের এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে বন্ধুসভার কার্যালয়ে সমবেত হয়। সেখান থেকে খালি পায়ে প্রভাত ফেরি শুরু করা হয়। প্রভাত ফেরি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ খুঁশি রেলওয়ে মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে।
এসময় প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ, প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক ফয়সাল সেখ, মুরশিদা আক্তার, শাহীনা সুলতানা, আঞ্জুমান আরা, রুদমিলা চৌধুরী, সাঈদা খানম, শুভ চন্দ্র সিংহ, রিদয় খান রিমন, নাহিদুল ইসলাম ফাহিম, মহসিন মৃধা প্রমূখ।
Leave a Reply