নিজস্ব প্রতিবেদক.
বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে ভাষা শহীদদের স্মরণে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ খোন্দকার আবদুল মান্নান।
এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক খোন্দকার ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক ইকবাল জুম্মাহ প্রমূখ। বক্তারা তাদের আলোচনায় দিবসটি তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা শেষে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করে।
Leave a Reply