নিজস্ব প্রতিবেদক.
প্রধান বিচারপতি হাসান ফযেজ সিদ্দিকীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নবনির্মিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ী বারের নবনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় রাজবাড়ী বারের সদ্য বিদায়ী সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম, বর্তমান সভাপতি এটিএম মোস্তফা, সহসভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক বিজন কুমার বোস, সহসম্পাদক খান মোঃ জহুরুল হক, সহসম্পাদক তসলিম আহমেদ তপন, সদস্য রফিকুল ইসলাম, সদস্য অভিজিৎ সোম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে মাননীয় প্রধান বিচারপ্রতি আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের সহযোগীতা কামনা করেন।
এসময় রাজবাড়ী বারের নেতৃবৃন্দও বারের ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপ্রতির সহযোগিতা কামনা করেন।
Leave a Reply