আদালত প্রতিবেদক.
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে রোববার বিকেল সাড়ে ৪টায় আদালতের এপিপি’র কক্ষে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী গণেশ নারায়ন চৌধুরী।
দোয়া অনুষ্ঠানে সরকারি কৌঁসুলী (জিপি) আনোয়ার হোসেন, পিপি উজির আলী শেখ, বার এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল আযম মামুন, রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ সংগঠনের প্রবীণ ও নবীন আইনজীবীরা অংশগ্রহণ করেন।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আশুরোগ মুক্তি কামনা করা হয়।
প্রসঙ্গত, কাজী ইরাদত আলী তাঁর নিজ বাড়িতে শুক্রবার সকালে স্টোক করেন। তাকে প্রথমে বাড়িতে চিকিৎসা সেবা দেওয়া হয়। দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাঁর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
Leave a Reply