নিজস্ব প্রতিবেদক.
২০ ফেব্রæয়ারি রোববার সকালে রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাজিতপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক তানভীর আহমেদ খান বলেন, অভিযানে বাজিতপুর গ্রামের দুই ভাইয়ের বসত ঘর থেকে মোট পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরমধ্যে রাসেল পাটোয়ারীর (৩৩) ছাপড়া ঘর থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁর ভাই আলামিন পাটোয়ারীর (২৭) ঘর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আসামী দুইজন কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা গাঁজার দাম প্রায় দুইলাখ টাকা।
তিনি আরও বলেন, রাসেলকে এক নম্বর ও আলামিনকে দুই নম্বর আসামী করে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply