প্রেস বিজ্ঞপ্তি..
রোববার বিকেলে এক শিক্ষার্থীকে বলৎকারের প্রতিবাদে ও এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে মহিলা পরিষদের উদ্যোগে স্মারকলিপি পেশ করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আলাদা ভাবে এই স্মারকলিপি পেশ করা হয়।
ভূক্তভোগি শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ল²ীকোল গ্রামে।
স্মারকলিপিতে বলা হয়, ১৬ ফেব্রæয়ারি স্থানীয় যুবক সজল তাকে ভয়ভীতি দেখিয়ে বলৎকার করে। এরপর ঘটনাটি কাউকে না বলার জন্য ভয় দেখায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। ঘটনাটি জানার পর তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীণ আছে।
স্মারকলিপিতে জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত।
Leave a Reply