1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 5:44 am

চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৫

  • সর্বশেষ আপডেট Thursday, February 10, 2022
  • 239 মোট ভিউ

মহসিন মৃধা

রাজবাড়ীতে ইজিবাইকের দুই চালক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে বুধবার সোয়া ১১ টায় পুলিশ সুপারের অফিসে প্রেসবিফ্রিংয়ের আয়োজন করা হয়।

নিহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও সুজন পাঠান (২৪)। ২৬ জানুয়ারি তাদের রাজবাড়ীর কালুখালী ও গোয়ালন্দ উপজেলা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আকাশ মাদবর, রবিন হোসেন, নিজাম উদ্দিন, আকরাম হোসেন ও সাদ্দাম হোসেন।

তারা চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইকের চালকদের অচেতন করতেন। এরপর ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন।

প্রেসবিফ্রিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রমুখ।

এসপি এম এম শাকিলুজ্জামান বলেন, একই ঘটনায় একই দুজন মারা যায়। তাদের ইজিবাইক ছিনতাই হয়। বিষয়টি জানার পর থেকে অনুসন্ধান শুরু করি। প্রযুক্তি ব্যবহার করা হয়। এরপর অভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে ঘটনার সঙ্গে জড়িত চক্রের পাচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host