কালুখালী প্রতিনিধি.
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পাড়াবেলগাছি গ্রামে কমরেড খাইরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে প্রয়াতের সমাধী প্রাঙ্গনে বুধবার দুপুর এই স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল ইসলাম জোর্য়াদ্দার। এতে বক্তব্য দেন পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টিও সাধারণ সম্পাদক রতন মন্ডল, কালুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ করিম, উপজেলা যুবমৈত্রীর সভাপতি নিমাই রাজবংশী, ওহাব মন্ডল, শুকুর আলী প্রমূখ। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করে। দিবসটি পালন উপলক্ষে বিকেলে প্রয়াত খাইরুলের পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, কমরেড খাইরুল ইসলাম আমৃত্যু এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন। মেহনতী মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন। নীতির সঙ্গে কখনো আপোষ করেন নাই।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৯ ফেব্রæয়ারি রাতে খাইরুল ইসলাম তাঁর দুই সহকর্মীর সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলাম মাস্টারের বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষরা তাদের তুলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।
Leave a Reply