নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে মাছ খেতে আসা একটি মেছোবাঘকে আটক করা হয়েছে। আটক মেছোবাঘ দেখতে ভীড় করছে উৎসুক গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনদেও বাড়ির পুকুরে মাছ চাষ করা হয়। কয়েকদিন ধরে রাতে পুকুর নতুন একটি শব্দ শোনা যেতো যেতো। রাত বাড়ার সঙ্গে শব্দও বেশি হতো। বিষয়টি খেয়াল হওয়ার পর রাতে শব্দ শোনার পর টর্চলাইট দিয়ে সন্ধান চালানো হয়। এসময় কয়েকটি মেছোবাঘ দেখতে পাওয়া যায়। এরপর এক পাশের গ্রাম থেকে একটি খাঁচা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় খাঁচায় একটি মুরগীর দিয়ে রেখে দেওয়া হয়। রাতে মেছোবাঘটি মুরগি খেতে খাঁচায় প্রবেশ করে। এরপর আটকে যায়।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, কয়েকটি মেছোবাঘ ছিল। কিন্তু একটি ধরা পড়েছে। খবরটি শোনার পর সারাদিন মানুষ মেছোবাঘটি দেখতে ভীড় করছে। বছর দুই আগে পাশের ভবানীপুর গ্রামে একটি মেছো বাঘ ধরা পড়েছিল।
ঢাকার বন্যপ্রাণী অধিদপ্তরের উর্দ্ধতন ল্যাব টেশনিশিয়ান কনক রায় বলেন, প্রাচীনকাল থেকে মেছোবাঘ এই দেশে বসবাস করছে। জলাভূমি, বন-জঙ্গল কমে যাওয়ার কারণে এসব প্রানী খাদ্য সংকট ও আবাসন সংকটে পড়েছে। এরা নিশাচর প্রানী। মেছোবাঘ বলা হলেও এরা মেছো বিড়াল। এদের আটক করা বেআইনী। যারা আটক করেছে তাদেরকেই এটা ছেড়ে দিতে হবে। তবে দিনের বেলায় ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাহলে কুকুর তাকে বিরক্ত করতে পারে। একারণে আটক করার স্থান থেকে সন্ধ্যার পরে ছেড়ে দিলে ভালো হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রানীর অবদান রয়েছে।
Leave a Reply