নিজস্ব প্রতিবেদক.
৯ ফেব্রæয়ারি রাজবাড়ীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী হয়েছে। সমাপনী উপলক্ষে বিকেল ৩টায় সার্কিট হাউজ মিলনায়তনে সনদ প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। এতে বক্তব্য দেন ইউল্যাব বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আবদুল কাবিল খান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাবেক সভাপতি আবু মুসা বিশ^াস, কাজী আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, খন্দকার আরাফাত রহমান। সভা সঞ্চালনা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিন।
মোট চারটি বিষয়ের ওপর সাংবাদিকদেও প্রশিক্ষণ শুরু হয়। প্রথম পর্বে ৪ থেকে ৬ ফেব্রæয়ারি দুটি বিষয়ের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিষয় দুটি হলো অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ও সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। এরপর ৭ ফেব্রæয়ারি দুটি প্রশিক্ষণ শুরু হয়। নারী ও শিশুদের ওপর প্রশিক্ষণ মঙ্গলবার সম্পন্ন হয়। অপরদিকে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয় বুধবার বিকেলে। প্রতিটি প্রশিক্ষণে ৩৫ জন করে সাংবাদিক অংশ নেয়।
Leave a Reply