নিজস্ব প্রতিবেদক.
১০ ফেব্রæয়ারি রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী যুবদলের আহŸায়ক খায়রুল আনাম বকুলের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শহরের আজাদী ময়দানে সংগঠনের কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খায়রুল আনাম বকুল রাজবাড়ী শহরের সজ্জনকান্দার হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)।
লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক নেকবার হোসেন। এসময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৬ ফেব্রæয়ারি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যুবদলের বৈঠক ছিল। বৈঠকে ভিপি বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ভাবে বৈঠক সম্পন্ন হয়। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। এসময় বিনা উস্কানীতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। আমাদের প্রিয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে যুবনেতাকে মুক্তি দিতে হবে।
Leave a Reply