পাংশা প্রতিনিধি।।
দৈনিক আজকের পত্রিকার পাংশা প্রতিনিধি ও পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেনের পিতা লিয়াকত আলী মন্ডল আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার মধ্যরাতে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের নিজ বাড়ীতে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর গৌরাঙ্গপুর দক্ষিণপাড়া ফুরকানিয়া মাদ্রসা ময়দানে তার জানাজার নামাজ শেষে দাফন করা হয়।
সাংবাদিক শামীম হোসেনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সাধারণ সম্পাক মাসুদ আলী বাদশা ও প্রেসক্লাবের সকল সদস্য সহ রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকেরা।
Leave a Reply