নিজস্ব প্রতিবেদক.
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রাক্তন সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক নেতা প্রয়াত অশোক কুমার বাগচীর ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। সভাপতিত্বে সন্ধ্যা ৭ ঘটিকায় প্রয়াত অশোক কুমার বাগচীর স্মরণে স্মৃতি চারণ করে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, বিশিষ্ট শিল্পপতি জনাব আলাউদ্দিন মিয়া প্রমূখ
Leave a Reply